শ্লাঘা —— খয়রুজ্জামান খসরু

শ্লাঘা

খয়রুজ্জামান খসরু

দুনিয়াজোড়া খ্যাতি আমার
মস্তবড় সাহিত্যিক
জ্ঞান-গরিমায় আমিই সেরা
যা বলি তা সব সঠিক।
আমার লেখা বইগুলো
তাই পাচ্ছে দেখো পুরষ্কার
পাঠক আমার কোটি কোটি
দেখলে বলে নমস্কার।
যা লিখি তা মানি কোথায়
পাঠক বলে তাইতো বেশ
আমার লেখায় পাবেন শুধু
ঘোড়ার ডিম আস্ত শেষ।
বিদ্যে ভর্তি হাওই জাহাজ
লোক দেখানো পন্ডিতি
বড্ডো আমি চাপাবাজ
নীতির কোঠায় লালবাতি।
মানবতার বুলি আওড়াই
খুনির সাথে বসবাস
কই না কথা শক্ত করে
খ্যাতির হবে সর্বনাশ।
লিখি না ভাই বোধের কথা
ক্ষ্যাপেন যদি মহারাজ
পুরষ্কার তাই জোটে আমার
আমিই সেরা কবি-রাজ।
আকাশ জুড়ে মেঘের ছায়া
বৃষ্টি বন্যা প্লাবন জল
আমি ঘুমাই দালান পরে
প্রাণখানি তাই হিমশীতল।
মরছে মানুষ পুড়ছে নগর
রসকলাতে মুগ্ধ রই
মৌজে আছি খোশমেজাজে
বগলদাবা করছি সই।
চারপাশে যা নষ্টামি সব
আমি তার নীরব চাষী
একটি শব্দ লিখিনি
ফুরোয় যদি মুখের হাসি।
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ
রোগে শোকে ব্যথায় কাতর
লিখছি আমি নৃত্যসংগীত
মরুক ওরা চাকর বাকর।

( অসমাপ্ত)

১ এপ্রিল ২০১৬, লন্ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *