হিসেব ———- কাকলি
হিসেব
———-
কাকলি
আকাশ আমায় বলল ডেকে মনটা খোলা রাখো –
বাতাস বললে চুপিচুপি দুঃখ ভুলে থাকো।
কথার উপর রাখলে কথা বিশ্লেষণে গ্লানি,
মনের কথা থাকলে মনে সুখ পাওয়া যায় অনেকখানি।
হেসে বলে অরণ্য সবুজ হও আমার মতো –
মুছে ফেলো মলিনতা আছে জীর্ণ পাতা যত।
সবুজ মনে অবুঝ কথা দেবে কেবল দোলা,
ভালোবাসবে তাকেই তুমি মনটি যার খোলা।
দিগন্তব্যাপি প্রান্তর গগনের কাছে পাশাপাশি
উচ্ছ্বল হাসিতে বলো,’ওগো আমি তোমায় ভালোবাসি’।
নয়তো দূরে মনের কাছে তোমার আমার বাস
নয়নতারায় মিশে আছো এক বাতাসে শ্বাস।
শান্ত স্নিগ্ধ পূর্ণ শশী অবাক চোখে চায় –
নরম আলোয় সিক্ত করে তোমায় দেখতে পায়।
দিবালোকে লোকলাজে আড়াল করে বেড়ায়
নিশিরাতে ভালোবেসে আবার কোথায় হারায়!
সাগর বলে শান্ত করো ভালবাসা জলের মতো টলটল
বালুতটে আঁছড়ে পড়া ঢেউয়ের মতো চঞ্চল।
জীবন যেন ছোট্ট ডিঙা অতল জলের মাঝে
হিসেবে একটু ভুল হলে কেউ পাবে না খুঁজে ।