একটা কবিতা লিখবো ©সায়ন্তিকা

একটা কবিতা লিখবো

©সায়ন্তিকা

একটা কবিতা লিখবো ۔۔۔

চিৎকার করবো ۔۔۔

তারপর ,
মরে যাবো !

ময়দানে থেকে কাদা তুলবে পাঁজর ,
অন্নপূর্ণার হাঁড়িতে পুড়বে স্তন !

আমার কবিতাগুলো তখন উঁকিঝুঁকি মারবে রেনেসাঁ বিপ্লবে ,
তারপর সেগুলো পাথরের স্তুপ হয়ে উঠবে কোনো এক ফরাসি নাগরিকের ভাষায় !

নাহ ! এগুলো কোনো কবিতা না !

এগুলো আসলে রাষ্ট্রের প্রতি আমার প্রেম !

এগুলো নিয়ে টুঁ শব্দটি করলে আমাকে খুন হয়ে যেতে হবে !

অথচ কোথাও কোনো মিছিল হবে না ,

কোনো প্রতিবাদ হবে না !

কেউ বলবে না ۔۔۔
“ইশ ! অকালে মরে গ্যালো !”

আমি জেলখানায় বসে কবিতা লিখলে আমার লেখার অনুবাদক বানান ভুল করে !

আমি পাঁজরের বিনিময়ে শুধু এক মুঠো ভাত কিনতে শিখেছি ,

আমার কবি হওয়ার ভীষণ লোভ ,
তাই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে নক্ষত্রদের পতন দেখি ,
একাডেমিতে নিয়মিত সুনীল , সুভাষ , শঙ্খদের নিয়ে আলোচনা করি !

অথচ ,
রাজার পোশাক খুলে ফেলে আমি তাকে রবীন্দ্রনাথ শোনাতে পারবো না ,
ঠোঁটের গাঢ় লাল লিপস্টিকটা আজ আর নিজে তুলতে পারিনা !

আলগোছে শুষে নিই আমি শুধু আগুনের ঘ্রাণ ,

আমি আসলে বেঁচেই নেই ,
তবুও মৃত্যুকে ভয় পাই !

আমি শুধু একটা কবিতা লিখবো ۔۔۔۔
তারপর ,
মরে যাবো !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *