তাচ্ছিল্য —- উত্তম কুমার দাস
তাচ্ছিল্য
উত্তম কুমার দাস
অপেক্ষা গুলো যখন প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন অন্ধকারকে পান করতে শিখতে হয়।
তৃষ্ণার্ত ভালোবাসাগুলো ক্ষুধায় নামান্তর;
বারবার প্রতারিত হয়ে শিক্ষা- মস্তিষ্কে বিপদের সংকেত ধ্বনি বাজায়!
চারিদিকে শুধু হিংসার ছাতা চলে বেড়ায়,
বিদ্রূপের রোদে – আমার বড্ড খিদে পায় ।
আর তখন পিসি , ঠাকুমা আদর করে বলে-
বাবা কে খেলি
মাকে খেলি
আর কত খাবি!
আমার জঠরে আজন্ম খিদে।
আমি সভ্যতা-সংস্কৃতি হিংসা-বিদ্বেষ ভালোবাসা সব খেয়ে বসে আছি!
কিন্তু বিশ্বাসটা খাইনা!
ওটাতে আমার আজন্ম অরুচি।