🌹 চিরন্তনী হতে চেয়েছিল কেউ ‌🌹 অবহেলিত প্রেম ‌ ‌🌹 ✍️✍️✍️✍️✍️✍️ তুলিকা

******‌🌹 চিরন্তনী হতে চেয়েছিল কেউ ‌🌹******

(পর্ব-৭)

********‌🌹 অবহেলিত প্রেম ‌🌹************

✍️✍️✍️✍️✍️✍️ তুলিকা

আজ‌ও সে স্বপ্ন দেখে নিখাদ প্রেমের!
পরন্ত বিকেলে রক্তিম সূর্যের আভায় !
পরজন্মের সংসারের পরিপাট্য,
অনাবিল প্রেম আর………….
প্রেমিকের দৃষ্টিতে চিরন্তনী হয়ে উঠবে সে।
মাত্র কয়েকটা বছরের অপেক্ষা শেষে
সেই শেষের শুরুর;
এ জন্মেই বা কম কি পেয়েছে সে!
তবুও নিজেকে নিঃস্ব মনে হয় কেন!
সব পাওয়ার মধ্যে কিসের যেন শূন্যতা,
যে শূণ্যের কেন্দ্রে একাকী সে বসে আছে বেলা শেষের অপেক্ষায়!
আজ‌ও নিয়ম করে সূর্যোদয় থেকে ঘটে সূর্যাস্ত,
তবুও বাঁচার ইচ্ছেরা ইচ্ছেমতো আজ আর
হেসে ওঠে না।
জীবনের দীর্ঘ সময় পরেও মনে হয়!!
কেউ হাতে হাত রেখে কখনো বলেনি
একটা সত্যিকারের তুমি চায়!
কেউ বলেনি!
শুধু তুমি চায়!
বাইরের তুমিটাকে নয় অন্তরের তোমাকে বড্ডো ভালোবাসি।
আজীবন সংসারের ঘানি টানছে যে হাত!
সেই হাতে হাত রেখে একবারো কি বলা যেত না…..
শুধু তোমার জন্য একসমুদ্র প্রেম জমা হয়ে আছে এ মনে।

একমুঠো রোদ মাখা শিউলি যদি তুলে দিতে!
অভিমানী হাতে!
হাজার জন্ম তোমার জন্য মরতেও রাজি।
বৈভব আর প্রাচুর্যের দেওয়াল ডিঙিয়ে ছোঁয়া হয়নি কখনো স্বপ্নের তুমিটাকে,
ছোঁয়া হয়নি সেই প্রেম যে শুধুই অবহেলিত!
অথচ দেখো তার জন্য একজন্মের অপেক্ষা!
প্রিয়তম চেয়ে দেখো…….
সূর্যটা কেমন আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে
দিনের শেষ আলোটাকে বুকে নিয়ে।
আমিও!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *