*আমি মানুষ হতে পারিনি* *কলমে – বিপ্লব ভট্টাচার্য্য*
*আমি মানুষ হতে পারিনি*
*কলমে – বিপ্লব ভট্টাচার্য্য*
আমি মানুষ হতে পারিনি মাগো—
ভেবেছিলাম শিক্ষক হবো।
স্কুল কলেজে পড়াবো,
বড়ো বড়ো লেকচার দেব।
তাই দিচ্ছি।
পথে ঘাটে মঞ্চে দাঁড়িয়ে আমি লেকচার দিচ্ছি,
কারণ, আমি হয়েছি নেতা।
ভেবে ছিলাম শিল্পী হবো।
বুকের পাঁজরকে তুলি বানিয়ে,
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে
নীল আকাশের বুকে মায়ের ছবি আঁকবো।
তাই আঁকছি।
বিবেকের তাড়া খেয়ে বুকে পাথর চাপা দিয়ে
নির্বাচনের দেওয়াল আঁকছি।
কারণ আমি হয়েছি ওদের হাতের পুতুল।
ভেবেছিলাম ডাক্তার হবো।
ছুঁরি কাঁচি নিয়ে অপারেশন করব।
মুমূর্ষু মানুষের সেবা করবো।
তাই করছি-
রাস্তা, ঘাটে মাঠে বোমা পিস্তল নিয়ে
অপারেশন করছি।
কারণ, আমি হয়েছি গুণ্ডা।
ভেবেছিলাম লেখক বা কবি হবো।
অনেক কবিতা, গল্প প্রবন্ধ লিখবো।
তাই লিখছি,
কেমন করে গরীব মানুষকে
তার ভিটে মাটি থেকে উচ্ছেদ করা যায়,
তার পরচা লিখছি।
কারণ আমি হয়েছি দালাল।
শুধু আমি মানুষ হতে পারিনি মাগো।
এ আমার অভিশাপ মাগো-
এ আমার অভিশাপ।