জতুগৃহ -রাজর্ষি মজুমদার
জতুগৃহ.
-রাজর্ষি মজুমদার
গর্জনশীল চল্লিশাতে আটকে পরেছি আবার!
বহুবছর আগে কে যেন লিখে গেছে-
পৃথিবীর কথা;
আদম-ইভের কথা,জ্ঞান বৃক্ষের কথা;
তারপর কেটে গেছে বেশ কিছুকাল।
দধীচি, করে গেছে-
তার জীবনের বিনিময়ে এ পৃথিবীকে,অমূল্য দান!
পিতামহ ভীষ্ম নিজের হাতেই,লিখে গেছে-
গান্ধারীর অমূল্য বচন–
যথা ধর্ম তথা জয়।
তবুও জতুগৃহে জ্বলে-
অহরহ বিবেক রূপী ,বারনাবত।
তখনি জন্ম নেয়,
হিংসার বাণী–
উচ্চারিত হয়,
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী !
(রাজর্ষি মজুমদার)
——————————————————————-