সোনার মেয়ে ~~~~ মৌসুমী মিত্র~~~~
সোনার মেয়ে
~~~~ মৌসুমী মিত্র~~~~
ও মেয়ে তুই আরশী তুলে দ্যাখ —-
চোখের পাতায় মেঘের কাজল
কানে কুন্দ ফুলের দুল,
গলায় দোলে কনকচাঁপা
কপালে তোর জোনাক টুপা।।
অতসী তোর অঙ্গ ছোঁয়া
হলুদ রঙা গা।
কৃষ্ণচূড়ার আবীর মেখে
লাল হলো তোর গাল।
পলাশ ফুলের সোহাগ রেণু
অঙ্গে অঙ্গে বাজায় বেণু।।
তোর কাজল কালো দিঘী চোখে
বেভুল পথিক পথ হারালো ,
হাসি যে তোর রূপের ডালি
জ্যোৎস্না মাখা চাঁদের আলো।।
হাত দু’খানি মৃনাল বাহু
ভূজঙ্গ লাজ পায়
পদ্মকলি আঙুলগুলি
স্বপ্ন ছুঁয়ে দেয়।।
আলতা রাঙা দু’খানি পা
জল নূপুর পায়ে
ছলাৎ ছলাৎ ঢেউ জেগেছে
জোড়াদিঘীর গায়ে ।।
হাসছে আকাশ,হাসছে বাতাস
দ্যাখ লো সোনার মেয়ে
আধখানা চাঁদ পথ হারিয়ে
হাসছে ধরার বুকে।।