*সমাধি* *মহেশ্বর বণিক*
*সমাধি*
*মহেশ্বর বণিক*
প্রেম আমারও এসেছিলো
আমিও পড়েছিলাম প্রেমে।
কিন্তু সমাজের ওই কটু নিয়মে
শুরুতেই গেলো সেটা থেমে।।
ভাব জমেছিল দুজনাতে
ভাবনায় হতো ছবি আঁকা।
কে জানে এই বিরূপ অদৃষ্ট –
চোরা বালি আর শুধু মরীচিকা?
কল্পনাতে লেখা হতো কাহিনী
দেখা হতো অন্তর স্বপনে।
কলিতেই নিভে গেল দীপ
রাক্ষসের উচ্চ আস্ফালনে।
অকালেই ঝড়ে গেলো প্রেম
ফুলদানিতে রইলো শুধু কাঁটা।
ঝরা পাতা আর বালির নিচে
মনের স্বপ্ন রয়ে গেল চাপা।।
________________