🌹 রূপান্তরিত জন্মযন্ত্রনা🌹🌹(অবহেলিত প্রেম)🌹✍️✍️✍️✍️ নর্মদা চৌধুরী (তুলিকা)
******🌹 রূপান্তরিত জন্মযন্ত্রনা🌹********
*******(পর্ব-৬)**********
*********🌹(অবহেলিত প্রেম)🌹*************
✍️✍️✍️✍️ নর্মদা চৌধুরী (তুলিকা)
অজ্ঞাত কোন কারণে তোমার আগমন……….
বিগত দিনের স্মৃতি যাদের সুখকর নয়,
ছিল না কোনদিনই হয়ত,
তুমি তাদের প্রতিনিধি।
নেতৃত্ব দানের অসাধারন ক্ষমতা তোমার প্রতিটি পদক্ষেপে,
যদিও শরীরে তুমি নারী,
আচরণে অনাগত যুগের হাজার হাজার অসহায় নারীদের অনুপ্রেরণা।
জ্বলছে শরীর, জ্বলছে সমাজের অমানবিক নিয়ম-
নিয়মের ঊর্ধ্বে তুমি;
সংসার তোমাকে চাই না,
যাজ্ঞসেনী!!
সংসার অহল্যাদের আবাহনী মন্ত্রে উজ্জীবিত,
অজ্ঞাত অপরাধে যাকে পাথর বানিয়ে রাখা যায় বছরের পর বছর!
পাথরের মূর্তিতে দিব্বি চালানো যায় সতীত্বের পূজা।
পঞ্চপান্ডবের পৌরুষের অহংকার ভূলুন্ঠিত করার
দুঃসাহস দেখানোর ধৃষ্টতা দেখানো
নারী শরীরে কে ও!
পিতামহ ভীষ্মের চোখে চোখ রেখে প্রশ্ন করার
সাহস যে দেখায় সেই নারী;
যে জানে প্রতিদিন মন পোড়ানোর যন্ত্রনা!
প্রতি রাতে মৃত্যুর নিদারুন অনুভূতি!
তবুও তুমি পাথর হয়ে যাওনি দ্রোপদী!
পরিনত হয়েছিলে,
অগ্নিবলয়ে।
প্রতিদিনের দগ্ধতা তোমাকে মানবী থেকে
দেবী করে তুলেছিল,
সেই দেবী
যার পূজার জন্য মন্দির প্রয়োজন হয় না!
প্রতিটি দগ্ধ নারীর হৃদয়ে যার বাস,
জ্বলছে শরীর আজও!
দৃষ্টিতে যার শুধুই ঘৃণা,
প্রলোভনে যখন সতীত্বের হাতছানি!
ছবি সংগ্রহ করা।