*পৌনঃপুনিক* শান্তালতা বিশই সাহা
*পৌনঃপুনিক*
শান্তালতা বিশই সাহা
চিরায়ত ধারাবাহিক জীবনযাত্রার পালা,
রীতিমতো জমজমাট।
দৃশ্য থেকে দৃশ্যান্তরে-
যে যার সময়মতো আসছে ;
আবার চলেও যাচ্ছে,
কোনও যবনিকার নামগন্ধ নেই।
একই পালা একই নাগাড়ে চলছে
তামাম দুনিয়া জুড়ে।
আপামর মানুষের নিত্য রথযাত্রা,
ছেলে মেয়ে বুড়ো বুড়ি কত যে নিযুত কোটি!
প্রতিটি আলাদা মুখ জন্ম নেয় বেঁচে থাকে,
তারপর-
ম্রিয়মাণ হতে হতে মুছে যায়।
তবু, ফের আসে ফের যায়!
অবারিত এই পৌনঃপুনিক যাতায়াত।
চলমান চক্রবাহী সংসার;
তবুও চমৎকার।
—————