“প্রাণের ঠাকুর ” *******মন্দিরা মুখার্জ্জী (ব্যানার্জ্জী)
“প্রাণের ঠাকুর “
*******~*******
মন্দিরা মুখার্জ্জী (ব্যানার্জ্জী)
ওগো দয়াময় …
প্রাণের ঠাকুর , মায়ার বাঁধনে বেঁধে
চিরস্থায়ী কোরে দিলে
এই ক্ষণ !
তাকিয়ে থাকি, নীল দিগন্তের অসীমের দিকে
সময়ের স্রোতে ভেসে
তোমার দেওয়া মনকে নিয়ে
হারিয়ে যাই প্রকৃতির সাথে |
বিশ্বভুবনের কুলপতি তুমি
একই আধারে দেখালে গো প্রভু
একাধারে রাম আর কৃষ্ণময় ।
মুহুর্তে ভরে যায় মন
সহজ কথার কাছে শব্দ হেরে যায়
জীবন হয়ে ওঠে শান্তির এক
ডানা মেলা কবিতা
বিশ্বের বুকে জেগে ওঠে মানব প্রেমের বার্তা
কুলু কুলু স্বরে বয়ে যায় হৃদয়ের গভীরে নির্মল পবিত্র এক নদী
অনুভূত হয় উপলব্ধির চরম মহাশক্তি ,
আত্মবিশ্বাসে, আত্মশুদ্ধিতে জেগে ওঠে মহাবীর বিবেক
দূর থেকে ভেসে আসে মন মন্দিরে… তুমিই প্রকৃত মানুষ ।