♥ জ্যোৎস্না বিলাস ♥ —– প্রভাত
♥ জ্যোৎস্না বিলাস ♥
“””””””””””””””””””””””””””
—– প্রভাত
***************
এখনও গভীর রাতে, হঠাৎ ঘুম ভেঙে গেলে,
যদি চকিতে দেখো, জ্যোৎস্না ঝরছে,
ঠিক তোমার উঠোন জুড়ে, আঙিনার প’রে,
আলোয়, আলোয় আলোকিত অবণী, হাসছে নির্বিকারে।
তখনো কি অবচেতন মনে, ভাসে কারো মুখ?
যে হাসতো ঠিক চাঁদের মতই, তোমার মনের প’রে।
নাকি এখনও জ্যোৎস্নার তীব্র আলোয় —-
হঠাৎ শংকিত হয়ে,
দ্রুতলয়ে নিজেকেই লুকাও, ঐ খাঁটিয়ার প’রে?
ভিষণ জানতে ইচ্ছে করে।
এখনও কি পূর্ণিমার রাতে একা রাত্রি জাগো ?
পড়তে, পড়তে, ক্লান্ত শরীরে, টেবিলেই মাথা রাখো?
হয়তো ঘুমের ঘোরে, নয়তো ঘুমের কাছাকাছি,
জানালার ফাঁক দিয়ে, রুপালী জ্যোৎস্নারা এসে,
চুপি, চুপি, মমতায় বিলি কেটে যায,
তোমার’ই এলোমেলো কুন্তল কেশে।
আর কানে, কানে বলে যায,
ভালোবাসে শুধু তোমারেই ভালোবাসে।
এখনও কি রাত্রি জাগো, জ্যোৎস্না পেলেই?
কাপের পর কাপ চা, মুহূর্তেই শেষ হয়ে যায় —
ধ্রুম্রজালের মতো !
স্বপ্নগুলো কি এখনও অধরাই থেকে যায় ?
আকাশ ছোঁয়ার মতো !
নাকি রূপালী জ্যোৎস্না’রা এখন তোমাকেই,
বড্ড বেশী ক্লান্ত করে তোলে, পঙ্গপালের মতো!
বিষ্মরণের খেঁয়ায় ভেসে, তবুও তুমি স্বপ্ন কুঁড়াও
ঠিক সেদিনের মতো ?