কবিতাঃ- হোক নয়া ফরমান ✍️ মনোজ ভৌমিক
কবিতাঃ- হোক নয়া ফরমান
✍️ মনোজ ভৌমিক
স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী-পরস্ত্রী,
বিশেষ্য পদ কি নারী?
এটাই যদি শেষ কথা হয়
পুরুষকে বলিহারি।
বিশেষ্য হয়েই থাকবে কী ওরা?
বিশেষণ হবে কবে??
বৈদিক থেকে এ ডিজিটাল যুগেও
শুধু ভোগ্য হয়েই রবে?
দিকে দিকে আজ জাগছে রমণী
বাহুতে নবীন বল,
বিশেষণ,তোদের বিশেষ্য হতে
আর কত দেরী বল?
ধর্ষণ হবি তোরা কবে বল?
সে সময়কে নেহারি…
বুঝবো সেদিন এ জগৎ জুড়ে
রাজ করছে ঐ নারী।
কোমল যেদিন কঠোর হয়েছে
শোনেনি তো কোনো ছল,
তবুও নারীত্বকে সম্মান দিতে
ও মন কেন দুর্বল?
সমুখপানে দেখ রে তাকিয়ে
দীপ্ত অর্ধনারীশ্বর!
সমতা বিধান কবেই দিয়েছে
সর্বত্যাগী সর্বেশ্বর।
ঐ দিবস আজ দিবসই থাক
হোক নয়া ফরমান,
পৌরুষতন্ত্রের অবসান হয়ে
নারীত্ব হোক মহীয়ান।