“ফাগুন তোমার” (কলমে—নীরা মিত্র)
“ফাগুন তোমার”
(কলমে—নীরা মিত্র)
ফাগুন তোমার অরুন আলোর
অঞ্জলি,
রাঙিয়ে দিলে বসন্তেরই
মঞ্জরী….
ফাগুন তুমি প্রেমের নতুন
সঞ্চারী,
জাগিয়ে দাও মনে নতুন
আনন্দী….
ফাগুন তুমি বড়ই আবেগ
অন্তরী,
তাই তো তুমি প্রেমের নতুন
ফল্গুটি…
ফাগুন তোমার অন্তরে থাক
আবেগ টি,
তাই তো তুমি রাঙের অমন
নাগরটি…
ফাগুন তোমার রাঙের নানা
রসকেলি,
তাই তো তুমি মনের কোনের
রাণী টি….
(কলমে—নীরা মিত্র)