♥️ প্রেম ও ঈশ্বর ♥️ ছন্দা দাস

♥️ প্রেম ও ঈশ্বর ♥️

ছন্দা দাস

প্রেম ও ঈশ্বর কখন যেন
সমার্থক হয়ে গেছে আমার চেতনায় ….
সাধনায় মগ্ন হয়েছিল অনুভূতিরা
আমার অজ্ঞাতসারে,
অপার্থিব বোধের অতলে তলিয়ে গেল
আমার পার্থিব চাওয়া পাওয়ারা ।

হৃদকমলে বৈরাগ্যের আসন পাতা
ইষ্টমন্ত্র জপ করে চলেছি ধ্যানমগ্ন হয়ে,
লোপ পেয়েছে আমার আমিত্ব
প্রেমময় হয়ে গেছে অন্তর ।

প্রিয় মুখে দেখি দিব্য আলোর বিচ্ছুরণ
অনুভব করি ঐশ্বরিক জ্যোতির প্রকাশ,
কামনা বাসনার ঊর্ধ্বে অমোঘ আকর্ষণে
কলঙ্কের অলঙ্কারে সাজাই নিজেকে
প্রিয় সঙ্গ আশে অভিসার আমার….
আত্মবিস্মৃত হয়ে যাই প্রিয় মুখ দেখে,
সমর্পণে অনির্বচনীয় ঈশ্বর উপলব্ধি ।

—– ছন্দা দাস —–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *