*নারী* পাপিয়া সাহা
*নারী*
পাপিয়া সাহা
নারী হয়ে কভু জন্মিনি আমি
শক্তিও এত ধরিনি,
সমাজ আমায় নারী করেছে
চির বহমানা স্রোতস্বিনী।
তিল তিল করে প্রহরে প্রহরে
পরিবর্তনে ভিতরটা
একের ভেতরে অনেক রূপ
আমি বহুমুখী সত্ত্বা।
আমি প্রেম আমি কামনা
আমি ভালবাসা আমি যাতনা
আমি শক্তি আমি জয়
আমি অবিনাশী আমি অক্ষয়।
আমি যন্ত্রণা আমি শান্তি
আমি অনুভূতি আমি প্রশান্তি।
আমি অহমিকা আমি সহ্য
আমি বাষ্প আমি দাহ্য
আমি ধ্বংস আমি সৃষ্টি
আমি সভ্যতা আমি কৃষ্টি
আমি মাতা আমি ভগিনী
আমি জায়া আমি কামিনী
আমি তনয়া আমি বান্ধবী
আমি উল্কা, নক্ষত্র পৃথিবী।
আমি পূর্ণিমা আমি অমাবস্যা
আমি পার্বণ বারমাস্যা।
আমি মরু আমি তটিণী
আমি দমন আমি দামিনী।
আমি ভয়ানক আমি বিভীষিকা
আমি চণ্ডীকা আমি কালিকা
আমি আদি আমি অন্ত
আমি গ্রীষ্ম বর্ষা বসন্ত
আমি অনাদি, এক আমি বহু
আমি স্তব্ধ আমি মূহুর্মূহু ।
আমি সত্যি নহি মিথ্যা
পরতে পরতে খুঁজে দেখো মোরে
পৃথিবীর আমি পৃষ্ঠা।
Didi
Wonderful. You have took Bengali poem to a new edge. Narrated ur expression with ease.