বসন্ত এসে গেছে / কলমে — মহুয়া ঘোষ

বসন্ত এসে গেছে / কলমে — মহুয়া ঘোষ
______
বসন্ত এসেছে,
দখিনা বাতাসে কোকিলের
কুহু তানে।
বসন্ত এসেছে,
হৃদয় দোলায়
প্রেমিক প্রেমিক প্রাণে।
বসন্ত এসেছে,
পলাশ শিমুলে গোপন
ফাগুন বনে।
বসন্ত এসেছে,
ফাগের রঙে পাতা
ঝড়ানো দিনে।
বসন্ত এসেছে,
কিশোরী মনের
নব নব যৌবনে।
বসন্ত এসেছে,
বহু পার হওয়া
চিরবসন্ত মনে।
বসন্ত এসেছে,
ঝোড়ো হাওয়ায়
ফেসবুক হোয়াটসঅ্যাপে
সকল হৃদয়ে,
তুমি বসন্ত এসেছো
নতুন রূপে।
বসন্ত তুমি,
শেষ বসন্তেও থেকো
থেকো সবার পাশে।
রেখে যেও তুমি
তোমার আবেশ
অসীম আকাশে বাতাসে।

কলমে: মহুয়া ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *