বিষাদী কথা ©ডরোথী দাশ বিশ্বাস
বিষাদী কথা
✍©ডরোথী দাশ বিশ্বাস
“আমার সময় থেকে ছেঁটে …”
সময় কি কারো কেনা ?
ইচ্ছে হলে যাকে খুশি সময় দিতেই পারো।
দেখলেই দুটো কথা বলতে ইচ্ছে করে,
সে কি রোবট হবার সুবাদে ?
যখনই স্বতঃপ্রবৃত্ত হয়ে নিজেকে নতুন করে চেনাতে আসো,
তখন লজ্জায় ডুবে যাই।
“ও তুমি বুঝবে না”- বোধের সীমানা ঐ যে কত দূরে বিস্তৃত
তা কি তুমি জানো।
ব্যস্ততার আঙরাখা গায়ে জড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখা, এ আর নতুন কি ?
সময় দিলাম।
সময় নিলাম।
সম্ভাব্য সময় পার করে ডুব দিলাম সেই কূলে।
টুক করে শব্দ হলো।
ফিরে তাকালে।
এইখানে সমঝোতার কিছু টানাপোড়েন ….
বিশ্বাস অর্জন করতে হয়।
সত্য বই মিথ্যা বলি না।
আত্মসন্তুষ্টি চরম।
এই যে আমার বৃত্ত,
সেখান থেকে বেরিয়ে সার্বজনীন হও।
নইলে –
আমার আমার বোধ কুরে কুরে খাবে আমৃত্যু।
তোমার অন্তর, তোমার মনন
যেখানে শুধু নিজের ছাড়া অন্যের কথা গুরুত্ব পায় না কখনো।
অথচ আশ্রয় পেতে হলে তোমার অন্তর,
শুশ্রূষা পেতে হলে তোমার মনন।
– তোমার কাছে যাই প্রয়োজনে।
আবহাওয়া একদম ভালো নয়।
মিথ্যে মোহের মত বৃষ্টি ঝরবেই এই শীতেও।
শেষ বিকেলের আকাশপ্রান্তে ত্যাগী সন্ন্যাস রঙ ঘুচে যাক্।
মাঠে প্রান্তরে চরম ভোগী সবুজের রাজবেশ ফুটে উঠুক।
✍©ডরোথী দাশ বিশ্বাস
১০৷০২৷২০২২