অসীম আকাশ — উত্তম কুমার দাস
অসীম আকাশ
উত্তম কুমার দাস
একটা অসম্ভব রকম চাওয়া লুকিয়ে আছে
মেঘের কোণে
সূর্যটা আড়াল করে রেখেছে সমস্ত উত্তাপ
প্রকৃতির সাজ আজ দেবনাগরী অলংকারে
নিজেকে সংরক্ষিত করে রাখা
আবেগ নিয়ে সৌরতাপ আজ খেলবে
কাঁটাতারের ওপারে সে কবিতা লেখে
কবিতা গুলো ভেসে আসে ইছামতির জলে
আমি ভাগীরথীর তীরে অপেক্ষা করি
কবিতার ভাব বিনিময়ের প্রত্যাশায়!
শব্দ গুলো ভেসে চলে যমুনার নীলিমায়
অনুভূতির আঁচড়ে বারবার ক্ষতবিক্ষত মন নিয়ে যখন চাঁদের দিকে তাকিয়ে থাকি
তখন বুঝতে পারি আমি ও কলঙ্কিত।
আর প্রেম কুমারি নিশ্চিন্তে বসে তখন
কফি পান করে!