পকেটমার ___ ছন্দা দাশ
পকেটমার
ছন্দা দাশ
ঐ মেয়েটা কী যেন নাম বড্ড রকম বাজে
ওর সাথে কী ঝগড়া করা আমার বলো সাজে?
কারণ ছাড়াই হঠাৎ এসে ভেংচি কেটে বলে
এই ছেলেটা হাবার মতো যাস কেন তুই চলে?
দেখনা সাজে কেমন আমি পুতুল পুতুল মুখ
চোখ বুঝি তোর অন্য কিছুর জন্যেতে উন্মুখ?
এই ছেলেটা আমার মতো কন্যে পাবি কই
আমি তো আর সবার মতো তুচ্ছ কিছু নই।
তোর মতো ঠিক হাজার ছেলে আমার পিছে পিছে
তোর কথা কি বলবো আমি তুই তো তাদের নীচে।
জানিস যদি কে আমি রে, চমকে যাবে পিলে
তখন জানি মারবে মোচড় তোর সে কঠিন দিলে।
এই ছেলে তুই যাসনা এমন হনহনিয়ে চলে
তুই ছেলেটা বডড বোকা দিলাম তোকে বলে।
আমি কি আর বুঝবো না তার ছলা কলার ঢং
পকেট কেটে করবে সাফাই জানি তো সব রং।
ছন্দা দাশ