বিদীর্ণ অভিসার —- রাজ পথিক

বিদীর্ণ অভিসার
রাজ পথিক

একটা দীর্ঘ বিষন্ন রাত পাড়ি দেবার পর,
সবে যখন এক চিলতে সূর্যের আভা ছড়ালো পূবাকাশে।

একটু একটু করে দানা বাঁধতে শুরু করলো পাখির সোরগোল,
অলস বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে,
খুলে দিলাম বন্ধ জানালার পাল্লা।

শিউলি পাতার নাক বেয়ে…
টুপ্ করে ঝরে পড়া এক ফোটা শিশির বিন্দু
আমাকে ডেকে বললো,
হে কষ্ট বিলাসী মন… শুভ সকাল।
চেয়ে দেখো আমার পানে,
কি লাভ বলো, বৃথা চিন্তা পুষে সংগোপনে?

আমিও তো ভুলেছিলাম ঘুম,
রাতের প্রহরী হয়ে ঐ যে শিউলি পাতার বুক বেয়ে …
এমন কি প্রতিটি শিরা-উপশিরায়,
আলতো আদরে এঁকেছি কত চুম!
একে একে ধুয়ে দিয়েছি সমস্ত ধূলিকণা।
ভেবেছি হয়তো অটুট রবে, জল-সবুজের এই প্রণয় লীলা!

কিন্তু না, সূর্যোদয়ের আগেই ভাঙলো সকল ভুল।
রাতজাগা অভিসার পাতাটি মনে রাখেনি এক চুল।
ঝরে পড়লাম আমিও, যেমন ঝরে পড়ে বৃন্তচ্যুত ফুল!
জেনে রেখো, হে রাতের বিদীর্ণ অভিসারী…
সব আবেশ হয়না ভালোবাসার অনুসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *