#শিরোনামঃ স্বপ্নের প্রজাতন্ত্র #কলমেঃ অর্ণব রায় #
#বিভাগ_কবিতা
#শিরোনামঃ স্বপ্নের প্রজাতন্ত্র
#কলমেঃ অর্ণব রায়
#তারিখঃ ২৬শে জানুয়ারি ২০২২ ( খ্রীঃ )
পরাধীনতার জিঞ্জীর আজ ভেঙে চুরে গেছে বহুদিন,
অভাগার দল মাতৃভূমিতে তবু আজও কেন গৃহহীন?
ধনভাণ্ডারে সিংহভাগের চাবিকাঠি হাতে গুটিকয়,
অগণ্য পেট নগণ্যে বাঁচে – জঘন্যতম পরাজয়!
আমার ঘামের সিঞ্চনে বোনা সোনার ফসলে ভরে মাঠ,
সবটুকু যাবে তোমাদের ঘরে, আমাদের বেলা পোড়াকাঠ?
তোমার ভোজের ভাগশেষে আসে আবর্জনার বন্যা,
একটি বেলার ভাতের জোগাড়ে বিকোয় আমার কন্যা!
আমার বাতাসে পাথরের গুঁড়ো তোমার নগর গড়তে,
তোমরাই শুধু আয়েশে থাকবে – আমরা এসেছি মরতে?
পাহাড় গুঁড়িয়ে আমার বানানো রাজপথে তুমি ছুটবে,
আমাদের পথ কাঁটায় বিছিয়ে তোমাদের ফুল ফুটবে?!
হকের মজুরি চাইলেই কেন ফুলে ফেঁপে ওঠে রাজরোষ?
আমার ভাঁড়ারে খালি ঘটি ঠুকে চলকায় তোর রাজকোষ!
অভাবের পাতে নুনের আকালে নিমেষে ফুরোয় পান্তা,
জবাব চাইলে শাসকেরা বলে – “শোষিতেরা সবজান্তা”?!
পুতুল রাজার বোকামিতে খোঁজ মগজ ধোলাই যন্তর,
তোষামুদে আর স্বাধীনচেতার তাই এতো বেশি অন্তর?!
মৌলবাদের আফিমে ভোলানো মৌলিক পাঁচ অধিকার,
কৌতূহলীরা কালাপানি যাবে – রাজদ্রোহের প্রতিকার।
সংবিধানের পাতায় পাতায় খড়কুটো খুঁজি দুহাতে,
পরিবারে যেন রোজ দুই বেলা ডাল-ভাত পারি জোগাতে।
“প্রজার জগতে সকলেই রাজা” – খুঁজে ফিরি সেই মন্ত্র,
নতুন সকালে নতুন আলোয় সাজবে কি প্রজাতন্ত্র?