এখনও শত্রু রক্তচোষার দলে ——- সুশান্ত হালদার
এখনও শত্রু রক্তচোষার দলে
সুশান্ত হালদার
কোথায় যাচ্ছি কে জানে?
অনন্তর পথে কবিও অতীত ঝুলিয়ে রাখে
ইতিহাস কাকে বলে?
গোলাপ যখন ক্ষত হয় তারকাটা পেরেকে
আমি কি জানতাম
আগুন আগুন বলে আধপেটা মানুষ কেন যায় মিছিলে?
বিধবা সকাল জানে
রোদ্দুরের উঠোনে কেন ফুল ফোটে না বসন্তের আগমনে
এই দেখুন
কে যেন চলে যায় টয়োটা হাঁকিয়ে
ও কি জানে কতটা শ্রমে ঘামে মসৃণ হয়েছে হাইওয়ে?
দেখুন! দেখুন!
পঞ্চাশের পরেও মৃত যুঁই পড়ে থাকে শ্মশানে
রাজা মিয়া সোরহাব এখনও বলে
রণাঙ্গনের রক্ত কথা যদি না বলে
বুঝিবে সুশান্ত!এখনও শত্রু রক্তচোষার দলে
আগুনে আগুন জ্বলে
তুমি কি জ্বলেছিলে প্রেমিক যখন করেছিল প্রতিজ্ঞা
‘মায়ের চরণ ছুঁয়ে’?
মৃদু হেসে বলেছিল ‘রমা’
তুষের আগুনে জ্বেলেছিলাম আগুন সেই বিকেলবেলা
বুক ফাঁক করে দেখি ‘এখনও জ্বলে পঞ্চাশের ‘পরে’!