আমি বোতাম বলছি — কলমে—সুশীল চন্দ্র গোপ-

আমি বোতাম বলছি
—————————-
কলমে—সুশীল চন্দ্র গোপ
——————————
সবাই পাল্টে যাচ্ছে, কেমন জানি !
কিন্তু আমি আগের মতোই,
মানুষের লজ্জা নিবারণে মনে প্রাণে
সুতোর বাঁধনে আটকে রই ।

পোষাকের সম্মান টুকুও আমার হাতেই
সম্মানে সম্মানিত মানুষ,
মানুষের অবহেলায় যাই খুলে
তাতে আমার কী দোষ ?

আজ অনেকেই অপছন্দ করে
আমাকে ভুলতে বসেছে,
কালও ছিলাম আজও আছি সবার হিতে
যারা আমায় জায়গায় রেখেছে ।

আমি বোতাম, সম্মান কী জানি
সেবায় রাখি গোটা দেহ,
আমি ক্ষুদ্র হলেও তুচ্ছ নই
অবহেলা করো না কেহ ।

মানুষের মানসম্মান আমার হাতে
আমারও সম্মান তাতে,
আমি একটুখানি যত্ন চাই
সেবা দেবো দিবারাতে–
সেবাতেই আমার নাম,
আমি রক্ত মাংসহীন বোতাম !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *