শীতের পার্বণ —————- জ্যোৎস্না রহমান
শীতের পার্বণ।
———————-
জ্যোৎস্না রহমান
পৌষ নামের মেয়েটির নাকছাবিতে
পর্ণমোচি অভিমানের দ্যুতি
ঠোঁটের মদিরা পান করার অভীপ্সায়
মরসুমি ফুলের আকুতি।
ঝরা পাতার মিছিলে শীতের স্লোগান
হৃদয়ে তখন আগমনি সুর
যুগল চোখ জুড়ে প্রেমময় উদ্যান
আদরে গলে পৌষালি রোদ্দুর।
সে রোদের সিন্দুক ভরতি সোনা
শিশিরের হাতে চাবি
শীতের সকাল তারই মালিক হয়ে
ঘাসকে দান করে সবই।
পশমি দুপুর লেখে প্রেমের কবিতা
স্বল্পায়ু বিকেল সাজে পাঠক,
সাঁঝবাতি জ্বললেই রাত বলতে থাকে
‘শীতেকাল হৃদয়ের অনুঘটক’।