🌹 অবহেলিত প্রেম 🌹**✍️✍️✍️✍️✍️(তুলিকা)
***🌹 অবহেলিত প্রেম কবিতা হয়ে যায় 🌹****
*********🌹 অবহেলিত প্রেম 🌹**********
**********(পর্ব-প্রথম)**************
✍️✍️✍️✍️✍️(তুলিকা)
আমাদের ভালোবাসার বয়েস অনেক হলো!
সংসারের বয়সের চেয়ে ঢের বেশি,
আজকাল সে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে…….
বার্ধক্য তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে!
অথচ,
এই তো সেদিন!
যখন তার সাথে সংসারের যোগ ছিল না,
যোগ ছিল শুধু কল্পনার-আবেগের আর অকারণের খুনসুটির;
তখনো সে যৌবনের প্রশান্ত মহাসাগরীয় ঢেউ যেন………..
এখন মনে হয় সেসব অতীত,
সব ঢেউ গুলো আজ মরুঝড় সাহারার
দুচোখ ছাপিয়ে গেলেও কখনো একটা মরুদ্যানও গড়ে ওঠে না।
পাওয়া না পাওয়ার হিসেব গিলে খেয়েছে আমাদের বেঁচে থাকার অধিকার!
হিসেবের খাতায় লেখা হয় রোজের খাওয়া-পড়া
অথচ সেখানে হারিয়ে যাওয়া অমূল্য সময়ের প্রেম ধরা থাকে না।
কি আশ্চর্য্য বলো প্রিয়তমা নিন্ম-মধ্যবৃত্তের জীবন;
ঘরের চারটে দেওয়াল তুলতে খরচ হয়ে যায়
আজীবনের জমানো সঞ্চয়।
কঠোর পরিশ্রমে তোমার চোখের নিচে কালি,
কেমন যেন মায়া হয় আজকাল
বুক জুড়ে প্রেমের স্পন্দনগুলো নিমেষেই বদলে যায় স্নেহে।
হাতে হাত রাখলে আজ আর
ভূমিকম্প হয় না সারা শরীরে!
করুনা হয় নিজেকেই,
সময়ের আগেই বুড়ো হয়ে যাওয়া আঙ্গুল তখন স্পর্শ করে আদরের সন্তানের মাথা।
ভবিষ্যৎ কেউ দেখেনি প্রিয়তমা!
তবুও তার ভাবনায় কেটে যায়,
আমাদের অতীত!
আমাদের বর্তমান!
আমাদের ভবিষ্যৎ।