“মন” কলমে–নীরা মিত্র
“মন”
কলমে–নীরা মিত্র
মনটা আমার হারিয়ে গেছে
পূবের ঐ জানলা দিয়ে,
মনের কথা মনের মাঝে
খুঁজে বেড়াই আপন মনে,
নীল আকাশে সাদা মেঘের
পাল তোলা ঐ পক্খীরাজে
ইচ্ছে করে বেড়াই উড়ে
দেশ থেকে দেশান্তরে….
মনের ঘরের চাবিকাঠি
কোথায় গেল খুঁজে না পাই,
মনটা কেনো আমায় ছেড়ে
লুকিয়ে পড়ে মেঘের দেশে?
মনরে তুই আছিস ভাল
দেখনা কেমন নীল আকাশ ,
সবুজ মাঠ, শীতের রোদ
চড়ুইভাতির মহা সোরগোল…
হারিয়ে যাওয়া মনটাকে
পাই না খুঁজে আর আমি….
দিনের প্রথম সূর্য্য বলে গেল
খোঁজ,খোঁজ,খোঁজ…
মনকে হারিয়ে যেতে দিস না
মন যে বড় অভিমানী
(কলমে–নীরা মিত্র)