ছোট্ট পাখি —- মৌসুমী লাহিড়ী

ছোট্ট পাখি
মৌসুমী লাহিড়ী
ছোট্ট সুন্দর একটি রঙীন পাখি
বারান্দার রেলিংয়ে এসে বসলো
পাখিটা নীল সবুজ পালকে ঢাকা।
দুচোখ ভরে ওর রূপ দেখছিলাম
পাখিটা আমার দিকে ঘুরে বসলো
আর কিচির মিচির করতে লাগলো।
আমি তাকে আস্তে আস্তে বললাম
এত কিচির মিচির না করে
একটা মিষ্টি সুর ধর না, একটু শুনি।
তোদের পাঠশালাতে কোকিল গুরু
যেসব সুরেলা গান শেখায়
সেই গান একটা গেয়ে শোনা।
সে বললো, আমাকে নিয়ে
একটা কবিতা লিখবে যেদিন
তোমায় গান শোনাবো সেদিন।