সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা
সম্পাদকীয়
আজ আবার অন্যভাবে ফিরতে বাধ্য হলাম।
গত সংখ্যায় লিটিল ম্যাগাজিন নিয়ে ছোট্ট করে বলেছিলাম। দীর্ঘ পথ চলা ছিল লিটিল ম্যাগাজিন নিয়ে, কঠিন কঠোর বাস্তব নিংড়ে প্রতিনিয়ত হোঁচট খেতে খেতে এগিয়েছি, থেমে থাকার কথা ভাবি নি… আজও প্রকাশনী নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি।
‘ বই ‘ বলতে ছাপানো অক্ষর, ছবি, ছবিবিশিষ্ট কাগজ বা ডিজিটাল পৃষ্ঠার সমষ্টিকে বোঝায়। দু’ মলাটের মধ্যে গচ্ছিত থাকে মূল্যবান লেখার সম্ভার। বইয়ের সমার্থক শব্দ গ্রন্থ, কিতাব, পুস্তক।
কিছু মানুষ এখন সংস্কৃতিবান হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে। হয়তো ভাবছেন, সংস্কৃতিবান সাজতে পারলে সমাজের প্রথম শ্রেণীর ধাপে এগিয়ে যাবে ! প্রয়োজনে প্রচুর অর্থে ব্যয়েও তারা সংস্কৃতিবান হওয়ার হাস্যকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হায় রে সংস্কৃতি তোমার এ-তো ই গ্ল্যামার !
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সময়কার সংস্কৃতিবানদের লাফালাফি দেখে বলেছিলেন, ” যাহার যোগ্যতা যত অল্প, তাহার আড়ম্বর তত বেশি “। তথাকথিত সংস্কৃতিবানদের অসার অগভীর আড়ম্বর সাহিত্য সংস্কৃতির নামে যত্রতত্র অসুস্থ প্রতিযোগিতা চলছে।
মুখ ঢেকে যায় লজ্জায় !
শুভকামনা শুভেচ্ছা রইল অপার পাঠক কবিদের প্রতি।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।