ভেবেছিলাম……. মধুমিতা

ভেবেছিলাম…….

মধুমিতা


ভেবেছিলাম থাকবো দু’জন
যাব না কেউ কাউকে ছেড়ে
অলক্ষ্যে ‘সে’ পাশার ঘুঁটি
সাজাচ্ছিলো নতুন করে।

ভেবেছিলাম বৃষ্টি এলেও
ভিজে দু’জন একসা হব
হিমেল বেলায় দাওয়ায় বসে
দু’জন মিলে রোদ পোহাবো।

ঝগড়া করে ফাটিয়ে গলা
কেউ কারো মুখ দেখবনা আর
দুয়ার খুলে বেরিয়ে গিয়েও
ক্ষণিক পরে ফিরব আবার।

কপাট গুলো বন্ধ হবে
যে যার ঘরে রাত্রিযাপন
‘একই ছাতের নীচে থেকেও
কেউকি কারো হয়না আপন!’

এসব ভেবে রাত কাটাবো
বন্ধ হবে ক’দিন কথা
ধারব না তো কেউ কারো ধার
বুকে অধীর ব্যাকুলতা।

ব্যালকনিতে দুইটি চেয়ার
বসব না কেউ,থাকবে ফাঁকা-
হঠাৎ হবে রাগ গলে জল
এভাবে আর যায়না থাকা।

বসব আবার পাশাপাশি
চা, চানাচুর আবার খাবো
এই ক’দিনের রাগ অভিমান
সুদে আসলে মিটিয়ে নেবো।

ছেঁড়া সুতোয় গিঁট লাগিয়ে
ভেবেছিলাম,কাটবে জীবন
এমন নিবিড় বাঁধন দেখে
হার নিশ্চয়ই মানবে মরণ।

হঠাৎ দেখি হড়পা বানে
অতল স্রোতে ভেসেই গেলে
অন্যদেশের কোন ঠিকানায়
গেলে আমায় একলা ফেলে।

পিছন ফিরে চাইলে না তো
তোমার তখন ভীষণ তাড়া
এখন আমি একলা ঘরে
স্মৃতি গুলো দিই পাহারা।

***মধুমিতা***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *