ক্রুশকাঠ —- বিবেকানন্দ মণ্ডল
ক্রুশকাঠ
বিবেকানন্দ মণ্ডল
প্রেমে আঘাত বুকের অন্দরে সয়েছে যে
অভিঘাতের পার্সেলবাহী রেল
গরগর করে চলে যেতে পারে– এমনই ইস্পাত সে।
মুহূর্তে একটিমাত্র নাম একশো আট বার জপে
শতবার মরেছে যে
সে তো মৃত্যুঞ্জয়-সখা ।
ঘাতককে পাগলের মতো ভালোবাসার দুর্বুদ্ধি
যে এখনও ছাড়তে পারেনি
তাকে বোকার গাছ বলো বা বোকাগাছ
ছায়ার কথপোকথনে গড়া সে
শত্রু হও বন্ধু হও সবাই বসতে পারো
তার হৃদয়ের নীচে ।