“চুপি সাড়ে” —– কলমে–নীরা মিত্র
“চুপি সাড়ে”
কলমে–নীরা মিত্র
রাত্রি যখন চুপ করে যায়
শব্দরা সব ঘুমিয়ে পড়ে
মনের ইচ্ছে মনের মধ্যে
ঘুরে বেড়ায় আপন মনে…
ইচ্ছে গুলো আপন মনে
কথা বলে মনের সাথে
কথার ফাঁকে রা্ত্রি দিন
পার হয়ে যায় চুপি সাড়ে..
ইচ্ছেরা সব প্রাণ পেতে চায়
মনের সাথে ঘর করে
মন যদিবা দেয় সাড়া
ইচ্ছেরা যে লুকিয়ে মরে
ইচ্ছে’ যখন ‘বাস্তব’ হয়
নাম পাল্টিয়ে মান বাড়ায়
তবুও বলি ‘ইচ্ছে’ তুই
“ইচ্ছে” হয়েই থাকলি নাহয়
চুপিসাড়ে… (কলমে–নীরা মিত্র)