চল পালাই ——— প্রিয়ব্রত বসু
চল পালাই
—————-
প্রিয়ব্রত বসু
——————-
বর্ষা পাগল ধামসা মাদল
ডাক দিয়ে যায় প্রেমিক বাদল,
মেঘের তরী আয় না ধরি
আকাশ ঝেপে বায়না করি।
নীল শাড়িতে ঘুম ভাঙাতে
আলতা ধোয়া রাত জাগাতে,
আয় চলে আয় মন যদি চায়
বৃষ্টি আবার ফিরে না যায়!
হালকা টানে দরজা জানে
খুলতে যে হয় প্রাণের টানে,
আঁচল যেন আটকে না যায়
হ্যাঁচকা টানে সব ফেলে আয়।
সকল বাধা মনের আধা
মনে কর তুই-ই রাধা,
শাসন ভেঙে সব হারিয়ে
আয় না চলে ভয় পেরিয়ে।
বৃষ্টি দিয়ে যাক না ধুয়ে
সিঁথির সিঁদুর স্মৃতি হয়ে,
আয় না এবার মন্দ হব
তোকে নিয়েই দিক হারাব।