” বিষন্নতা ” — শিখা বিশ্বাস
” বিষন্নতা “
শিখা বিশ্বাস
…………………………….
মন খারাপের মেঘগুলোকে ….
এক লহমায় সরিয়ে দিয়ে-
হাঁটছি যখন আলোকময় সরণি বেয়ে,
বুকভরা নিঃশ্বাস উন্মুক্ত সমীরণে!
ইচ্ছে গুলো ডানা মেলছে দূর বহুদূরে…..
মস্তিষ্কে জাঁকিয়ে বসা ভাবনারা–
একটু একটু করে মেতেছে সৃষ্টির মহানন্দে!
প্রাণবন্ত উচ্ছ্বাসে পৌঁছয় মহাসিন্ধুর অতল গভীরে…
ইচ্ছে মত এঁকে যাই স্বপ্নের জলছবি!
ভালো থাকার অঙ্গীকার গুলোকে….
হৃদয়ে পোষণ করে চলেছি মহা উল্লাসে!
উন্মুক্ত চিত্তের অবিরাম বিচরণ নিবিড় বনতলে….
যেখানে ছন্দরা অবলীলায় খেলা করে;
অবিরাম চলে অবাধ্যতা আর লুকোচুরি,
আর চলে নীরব ভালবাসাবাসি!
শ্যামলিমার কোমল বক্ষে মাথা রাখি আহ্লাদে!
দোদুল্যমান ঘাসের বুকে রঙিন স্বপ্নের আঁকিবুকি!
আমি সদা বিচরণ করি সুখী গৃহকোণে ….
আনন্দের ধ্বনি তুলে বিদায় দিয়েছি অবসাদ!
কিন্তু পুনরায় কেন হেঁটে চলেছি মন খারাপের মেঘের দেশে……
যেখানে দূষিত বায়ু গ্রাস করছে বিশুদ্ধতা!
আলোকময় সরণি ঢেকে গেছে ঘন তমসায়!
যেখানে শেকল পরা বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ……
যেখানে মৃত্যু শাসন করে জীবনকে!
যেখানে কাঁদ- কাঁদ মুখ, ব্যথাতুর বুক আর অশ্রুসিক্ত আঁখি!
ক্ষুধার্ত পেটের খিল ধরা বেদনা,
আর হৃদয়ের করুণ আকুলিবিকুলি!
আজ কেবল শূন্যের দিকে চেয়ে থাকি অকপটে;
যেখানে বেদনায় জর্জরিত নীরবতা!
ভালো থাকার অঙ্গীকার গুলোকে তাই–
একটু একটু করে দাফন করে চলেছি ঘন ঘন দীর্ঘশ্বাসে ……
………………………..