বেহাল দশা 🧚♀️তুলি মুখার্জি চক্রবর্তী
বেহাল দশা
(ঘন্টচক্র কাব্যশৈলীতে রচিত)
🧚♀️তুলি মুখার্জি চক্রবর্তী
ঝকঝকে আকাশ থেকে আঁকশি দিয়ে মখমলি রোদ টানি
বৃষ্টি করেছে বেহাল দশা অকালে ঝরে আকাশ পানি
পেয়ে বসে রোদ্দুর ছড়িয়ে দিল তেজ
পুড়ে পুড়ে ছাই হলো পুরোনো দস্তাবেজ
গাছপালা নিরুপায় কাঠ কাঠ থাকে সব
দুমড়ে মুচড়ে মরে বাঁচা কি অসম্ভব!
বরুণের আহ্বান ফিরে এসো মেঘ রানি
কাকে ধরি কাকে ছাড়ি সবাই অভিমানী
ঋতুর রঙ্গ দেখে থমকায় নানা নানী
ঝলসানো চারপাশ বৃষ্টি তে ভিজে ঘাস পেলব নরম
আবহাওয়া বদলে এসেছে শীত চাই প্রিয় ওমের গরম