স্কুল খুলেছে —– মধুমিতা রায়
স্কুল খুলেছে
মধুমিতা রায়
সতেরো মাস পড়ে যে আজ
স্কুলের দরজা খুলছে,
খুশি খুশি আসছে সবাই
হাসির তুফান তুলছে |
কালকে থেকে স্পেয়ার দিয়ে
হচ্ছে দেখি স্প্রে,
ড্রেস পরে সব আসছে দেখি
স্কুলের ছেলে মেয়ে |
দিদিমনি মাস্টারমশাই
আসছেন মাস্ক পরে,
ঘন্টা বাজলে ঢুকছে সবাই
বসছে নড়ে চড়ে |
বেঞ্চি টেবিল ধুলোয় ভরা
চক ডাস্টার নেই,
গুছিয়ে নিতে হচ্ছে সবই
প্রথম শুরুতেই |
দোলনাগুলো আবার দেখি
দুলছে ধীরে ধীরে,
হারুদা সব সাফ করছে
দেখছে ফিরে ফিরে |
অর্ধেক ছেলে আসবে যে আজ
আধা আসবে কাল
দূরে দূরে বসবে সবাই
এটাই নতুন চাল |
একটা দুটো ক্লাস আজ শুরু
অন্য ক্লাস বন্ধ,
কোরোনাকে সাজা দিতে
ব্যবস্থা নয় মন্দ |
চোখ বুজলে চোখের সামনে
পুরোনো দিন ভাসে,
আবার যেন এমন করেই
সবাই স্কুলে আসে |
মধুমিতা রায়