পেটভরা ভাত## ঝর্ণা সরদার
(শিশু দিবসের কবিতা,ভালো থাকুক সব শিশুরা)
পেটভরা ভাত##
ঝর্ণা সরদার
নাম কি রে তোর?
বেভুলমনা
মানে কি তার?
নেই তো জানা
কোথায় থাকিস?
ওই বাড়িতে।
বাবা কি করেন?
রিক্সা টানে,
তো ওই বাড়ি টা দেখালি যে?
ওই বাড়িতে বছর খানেক
ঘর মুছি আর বাসন মাজি
পড়াশোনা?
হয়নি মোটে
ভাত তো রোজ পাতে জোটে
পেট ভরে পাস?
মাঝে মাঝে
লেখাপড়ার সাধ জাগে না?
একদম না
কেন কেন?
বাবা আমার মদ মাতালে
তিনটে বোন এখনো নিচে
মা কি করে ?
সে তো কবেই স্বর্গে গেছে।
দুশ টাকা রাখ না তবে
কারো কাছে হাত পাতি না
কি নিবি বল?
শুধুই যে কাজ
তার বদলে
পেট ভরা ভাত।
(ঝর্ণা সরদার)