পথে ঘাটে যারা, কলমে-নিতু চৌধুরী
পথে ঘাটে যারা ,,,
কলমে-নিতু চৌধুরী
শিশু দিবসের প্রাক্কালে
মেতেছি আমরা কোলাহলে,
মুখ পুস্তিকা উপছে পরছে
অভিনন্দন ভরা বার্তায়।
খিদের জ্বালায় ভুক্তভোগী
পথ শিশু গুলোর এসবে কি
আর কিছু এসে যায়?
অন্ন-বস্ত্র-বাসস্থান যাদের কাছে
বিলাসিতার সমান,
তাদের কাছে ভাত ছাড়া আর
নেই কোন কিছুর ই দাম।
ভাবে তারা মনে মনে
বড়ো মানুষেরা কি আর জানে?
পড়াশোনা করে বড়ো হবার স্বপ্ন
কতো বেদনা বয়ে আনে,
স্বপ্ন পূরণের নেশায়, নতুন দিনের আশায়
শিশু শ্রমিক হয়ে ওঠার গল্পের কি যে মানে?
গালভরা অভিনন্দন বার্তায় , তখন কি
আর মন ভরে?
তাদের কাছে প্রমাণিত মিথ্যা,এ কথা আজ,
“সকলের তরে, সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে”।।