হারিয়ে যাওয়া স্বপ্নের মাঝে —- স্বপ্না সাহা
হারিয়ে যাওয়া স্বপ্নের মাঝে
স্বপ্না সাহা
স্কুলের ব্যাগটা বড্ড ভারী আর পারিনা নিতে
মা বললেন সবে তো শুরু এখন ক্লাস থ্রিতে।
হারিয়ে গেছে স্বপ্ন আমার হারিয়েছে কোনখানে
বাংলাটা বড্ড খটমট বুঝছি না তার মানে।
বাবা বললেন বাংলাটা না হলেও চলবে
আসলে ইংরেজি টা ভালো করে বলবে।
আকাশপানে চেয়ে দেখি লাটাই ঘুড়ির মেলা
দাদু বললেন ক্যারাটে ক্লাসে চলো এই বেলা।
মাঠের ফাঁকে রোদ্দুরে ওরা মাতে ফুটবলে
আমার তখন হোমওয়ার্ক নিঃশব্দে টেবিলে।
পুতুল নিয়ে খেলে ওরা আজ পুতুলের বিয়ে
গানটা আমায় শিখতে হবে গানের ক্লাসে গিয়ে।
পুকুরে ওরা লাফায়-ঝাঁপায় বড্ড গেঁয়ো ভূত
আমার আবার সাঁতার ক্লাসে টিচার কিম্ভূত।
ওরা গাছে চড়ে পেড়ে খায় আম জাম কুল
আমার ঘরে ফলের ঝুড়ি সাজানো সব ফুল।
ফুল তুলে মালা গেঁথে পরায় ঠাকুরের গলে
আমার তখন ম্যাথ ক্লাস যাই সব ভুলে।
আকাশে ওড়া পাখির দিকে থাকি কেবল চেয়ে
ডানা যদি থাকতো তবে আমিও যেতাম ধেয়ে।
উড়ে যেতাম, যেখানে শৈশব আজও পড়েনি বাঁধা
শৈশবের রোদ্দুর মেখে শুনতাম ঠাকুমার গল্পগাথা।
আমি এখন ক্লাস থ্রি ক্যারিয়ারে দিতে হবে মন
হারিয়ে যাওয়া স্বপ্নের মাঝে আমি সর্বক্ষণ।।