**নতুন দিনে– আমারই শব্দে** –©বনানী ভট্টাচার্য
**নতুন দিনে– আমারই শব্দে**
–©বনানী ভট্টাচার্য
বন্ধু জোনাকি,
শিখিয়ে দিস যদি আগামী চেনার পথ
উড়ন্ত শিমুলে জ্যোৎস্নায় ভাসা উৎসব
লক্ষ্মীছাড়া কাঁটা উপড়ে, রূপকথা চোখে চোখ রাখার শপথ নেবো সেইদিন
কবির দেয়া কৃষ্ণকান্তি আলো
কার্তিকের শুক্লা একাদশী রাত
মায়াময় ধুলোমাখা গায়ে তেমনই কাছাকাছি আসা
সব বিনিময় ভুলে,
নৈঃশব্দকে ফেলবোই ছুঁয়ে
সলাজ হাসিটুকু বলে দেবে
এই তো জীবন, এমনই তো ভালোবাসা।
–©বনানী ভট্টাচার্য