#ইভেন্ট_তাৎক্ষণিক —– ‘প্রণয় আশা’

#ইভেন্ট_তাৎক্ষণিক

‘প্রণয় আশা’
———————————-
চাইবার তো ছিল না কিছু অপেক্ষার সোপানে দাঁড়িয়ে!
শুধুই একটু ভালোবাসা একই জন্মের শুরু-সমাপ্তিতে।
আলোড়িত জীবন ছাড়িয়ে জ্বলে ওঠা আলোর ভেতর
বিশ্বাসের এক খিলান শ্বেতমর্মরের চিরকালীন।

বিক্ষিপ্ত ডায়রির পাতাগুলো সবটুকু জানে …
অনুচ্চারিত অদেখা সজল শব্দগুলো আজও কেমন
সময়ের বিভাজিকায় থমকে আছে অপ্রেম আর দ্বিধায়,
আজও স্তব্ধ হ’য়ে আছে জীবনের জলছবির সমস্ত নির্মাণ।

জ্যোৎস্নার দীর্ঘ রাতগুলো মেঘ ছুঁয়ে আছে ..
বাগানের জুঁই কামিনীর সৌরভ নেওয়া হয় নি কতদিন!
প্রণয় আশা যেন নিদ্রানিবিড় বিশাল অন্ধকারের ভেতর,
রক্তশূন্য হৃদয়ে নির্বাসিত প্রেম নিরাশার নামহীন।

ভালোবাসার জন্য আজও কিন্তু খুঁজি অপরূপ সকাল,
রাত্রি পেরিয়ে অনায়াসে পৌঁছে যাওয়া রোদ্দুরের কাছে..
কোনো শ্মশান বৈরাগ্য নয়, চিতার ভস্ম লেপন নয়,
পৃথিবীর কাছে চেয়ে নেওয়া প্রেমিক আলোর অন্বেষা।
———————————//—————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *