কবিতা: অব্যক্ত কলমে: শিখা বিশ্বাস

কবিতা: অব্যক্ত
কলমে: শিখা বিশ্বাস
………………………..
এই যে এতো কথারা জমে-
নিরবধি মনের ঘরে,
কিছু কথা ব্যথায় চিবুক ছুঁতে চায়!
ফেটে পড়তে চায় আক্রোশে!!

মহা সিন্ধুর বুকের শান্ত ঢেউ-
উত্তাল হলেই শোনা যায় পাড় ভাঙ্গার শব্দ!

অশান্ত ঝড় ও যদি লণ্ডভণ্ড করে চতুর্দিক ….
কিন্তু মৃদুমন্দ ঝিরিঝিরি শীতল বাতাস
প্রকৃতির শিরা- উপশিরায় পৌঁছে,
শুনিয়ে যায় শান্তির অমোঘ বাণী!!

প্রখর দাবদাহ মাটির বুকে তে নিষ্ঠুরতার ফাটল সৃষ্টি করে!
আর শীতল বৃষ্টিধারা বিলিয়ে যায়-
স্নেহ আর মমতার পরশ!!

মনের ঘরে জমে থাকা কথারা-
সকল সীমারেখা পার করে,
যদি মিশে যায় অশান্ত কোলাহল , মিছে ঔদ্ধত্য বা হার- জিতের তর্কে …..
তবে তারা হারিয়ে ফেলবে আপন ঠিকানা;
হারিয়ে ফেলবে সহজিয়া পথ।
নীরব বোঝাপড়া শেষে-
কিছু কথা না হয় অব্যক্ত ই থাক্,
একান্তে, নিভৃতে, নিরালায়!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *