অভাগার ডায়েরি — আমিনুল ইসলাম
অভাগার ডায়েরি
আমিনুল ইসলাম
নয়নাভিরাম হাসি ছিল তার
শ্রুতিমধুর ছিল ঐ মুখের বচন
আজও খেয়ালে মূর্ছা যাই বারবার
এ মন দ্যাখে আজও অলিক স্বপন!
আজও তার মুখচ্ছবি হৃদয়ে ভাসে
স্মৃতির পটে এসে বিড়বিড়িয়ে কথা কয়
কথায় কথায় মিষ্টি করে হাসে
স্মৃতির চাবুকে সর্ব সুখ করে লয়!
ঝাপসা স্মৃতি গুলো ভাবায় শুধুই ভাবায়
হৃদয়ের ডায়েরিতে বিরহের কাব্য লেখি
তার চাঁদ মুখ আঁকা এ হৃদয়ের পাতায়
আনমনে অপলক দু’নয়ন ভরে দেখি!
সে ছিল যে আমার সাত রাজার ধন
তবু পেয়েও তারে আমি খোয়েছি
আমি এক বড়ই অভাগা, নিঃস্ব এখন
প্রণয়ের রাজ্যে আমি জ্যান্তই মরেছি!