শূন্যগর্ভ —– কমলিকা দত্ত
শূন্যগর্ভ
কমলিকা দত্ত
অনিষিক্ত নির্যাস থেকে একটি শিশুর জন্ম
হয়েছে গতকাল
স্থবির, অচঞ্চল,
শর্তরহিত অদ্ভুত এক প্রতীতি!
স্পর্শকাতর নয়,
বিস্ময়হীন দৃষ্টিতে নেই ক্রন্দন বিলাসিতা
খিদের তাড়না, নবাগত উচ্ছ্বাস, ঘুমের চাহিদাহীন
এক অবদাত অবয়ব
শিশুর আঙুল নড়েনা
শিশুর পলকও পড়ে না
যেকোনো জামাই ছোট হয়ে যায় গায়ে…
এ কি তবে কোনো পয়গাম!
অসম্পূর্ণ খেলাঘর ফেলে অতৃপ্ত নাভিমূল
বোঝাতে এসেছে মৃত্যুর আয়তন?
এ কি তবে কোনো পূর্বজন্ম ফরিয়াদ!
মুখোমুখি এক
শ্বাসরোধকারী ভ্রূণঘাতী সভ্যতার?