সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা
সম্পাদকীয়
সকলকে শুভ দীপাবলির আলোর উৎসবে জানাই অনেক শুভেচ্ছা শুভকামনা। সুরক্ষিত ও সংযত থাকার আহ্বান জানাই।
সাহিত্য সমাজের আয়না। সমাজজীবনের নানা বিষয় প্রতিবিম্বিত হয় সাহিত্যে। সাহিত্য রচিত হয় সমাজবদ্ধ মানুষের জন্যই। মানবজীবনের একটি অংশ হলো আনন্দ। সাহিত্যপাঠের মাধ্যমে মানুষ আনন্দলাভ করে। খুঁজে পায় বর্তমান অবস্থার বিশ্লেষণ এবং চিত্র। যে লেখক যত সূক্ষ্মভাবে জীবনকে প্রত্যক্ষ করতে পারেন তাঁর সাহিত্যে সমাজ ততোধিক জীবন্ত হয়ে ওঠে। সাহিত্য হলো সমাজ নির্ভর শিল্প।
আগামীতে আরও বিশ্লেষণ করার বাসনা থাকলো। সকল কবি সাহিত্যিকদের আহ্বান জানাই সাহিত্যের প্রাঙ্গণে আরও অনেক চারা গাছ রোপণ করি আমরা সমবেত ভাবে।
প্রতি সংখ্যায় নতুন নতুন লেখকদের পাচ্ছি, সুখের খবর, সবাই নিজেরাই এগিয়ে আসছেন, নিজেদের মতো করে। দিনাজপুর ডেইলি ওয়েবসাইট ম্যাগাজিন আজ সমৃদ্ধ সকলের সহযোগিতায়।
শুভকামনা ভালোবাসা রইল সকলের প্রতি।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
শুভেচ্ছা অন্তহীন দি।শ্রদ্ধা তো আছেই
চমৎকার অনুভব সম্পাদকীয় কলমে।