#নগ্ন নির্জন সময়_কথা @শিবানী দাস
#নগ্ননির্জনসময়_কথা
@শিবানী দাস
সময়ের হাত যেই ধরেছ, সেই তো চালায় তুমি তো নও
সময়ের আগে ঝুঁকবেই মাথা , যতই তুমি বড়ো হও।
কেবলেছে তুমি লেখ ? সত্যি নয় তা , মোটেই নয়!
ওরাই তোমার মূর্তি গড়ে, বানিয়ে নেয় ওরা যা চায়!
সময় বড় প্রবল, এবং প্রবল বড়ো জলস্রোত,
কখন তা উজানে চলে কখনো ভীষণ খরস্রোত।
কখন ভাসো, কখন ডোবো হাতে তোমার কিচ্ছুটি নেই,
তোমার কাজ সাঁতরে যাওয়া, মন তুমি তাই দাও সাঁতারেই।
সময়ের হাতের পুতুল তুমি তোমার হাতের পুতুল সে নয়, দিন ফুরালে দেখবে ফিরে, জলস্রোতই কথাটি কয়।।
@শিবানী দাস
2/11/2021