~ সময়ে রূপসী থেকো ~ বিতান গুপ্ত।।

~ সময়ে রূপসী থেকো ~
বিতান গুপ্ত।।

শ্রাবণ হাওয়ায় উত্তাল ঘনঘটা –
এলোমেলো হওয়া আলুলিত কুন্তল।
পরিপাটির সজ্জায় কাজল নয়না।
নিমগ্ন কাজে রিনিঝিনি বাজে নিক্কণ।

শীতল গহিন রূপসাগরের কন্যা –
ধূসরাভ আভার নিটোল দুটি হাত।
ধূসর শুভ্র নিরাভরণ পায়ে শ্যামা।
চকিত চলনে মুক্ত ঝরা কলতান।

মনের আকাশে তার’ই ছাদনাতলা –
কবিতার রচনা, রঙ তুলির আঁকা।
সকলেরই চাহিদায় তার মুগ্ধতা –
শিল্পীর রঙ তুলি, কবির সার্থকতা।

সময়ে না হারাক রূপসীদের রূপ।
কবিতায়, ক্যানভাসে থাকুক সজীব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *