“যা দেবী সর্বভুতেষু” (কলমে–নীরা)
“যা দেবী সর্বভুতেষু”
(কলমে–নীরা)
আজ ভোর
চারটে
দিচ্ছে ডাক
রেডিও যে,
পড়ছে মনে
ছোট্ট বেলা
ঘুম ঘুম চোখে
মহালয়া শোনা,
সামনে গরম
ধোঁয়া ওঠা চা
ঐ এক দিন
চা খেতে পাওয়া,
মনে হতো যেন
বড় হওয়া সোজা,
আস্তে আস্তে
ঘড়ির কাঁটা
সাড়ে পাঁচটায়
যেই না এলো
অমনি পাড়ার
সবাই মিলে
প্রভাত ফেরীতে
পা মেলালো,
খানিক পরে
জিলিপী সিঙ্গাড়া
প্রাতঃ রাশের
আজ কী ঘটা,
সারা দিন শুধু
খেলা আর মজা
নতুন জামার
হিসেব কষা…..
মাহালয়া কিন্তু
আজও আসে….
ছোট্ট বেলা টা যে
কোথায় গেল চলে?????….