কবিতা_বলা হয়নি আজো #কলমে_তুলি চক্রবর্তী
বিভাগ_পদ্যকবিতা
#কবিতা_বলা হয়নি আজো
#কলমে_তুলি চক্রবর্তী
প্রাক বর্ষায় দেখা হয়েছিল
রিমঝিম এক ভোরে,
ভিজেছিলাম অচেনা দুজনেই
না চেনা এই শহরে
তার পরেতেই গল্প শুরু
নিটোল একটা প্রেমের,
দুর্বার বেগে চলেছে আজও,
যায় নি তো তা থেমে।
নিঝুম দুপুর কিম্বা সন্ধ্যা,
শুনসান কোনও রাতে,
ভরসার হাত রেখেছিলাম,
দুজনে দুজনের হাতে।
পেরিয়ে এসেছি অনেকটা পথ,
বন্ধুর বা মসৃণ,
স্বপ্নগুলো অনেকটা সত্যি,
পিছুটানে নেই ঋণ।
অজানা সকালে অচেনা দুজন,
শুরু ‘এক সাথে পথ চলা”,
জীবন যুদ্ধে কাটলো তিনপ্রহর,
হয়নি ‘ভালোবাসি’ বলা।